প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১১:৪১ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর নীলক্ষেতে সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নীলক্ষেতে দেখা গেছে, সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পুলিশ অবস্থান নিয়েছে।
এ সময় পর্যন্ত সাত কলেজের অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেননি। সায়েন্সল্যাব মোড়েও কোনো আন্দোলনকারী শিক্ষার্থীকে দেখা যায়নি। সংশ্লিষ্ট সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল করছে, তবে সংখ্যায় তা কিছুটা কম।
এর আগে রবিবার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন। এ কারণে সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি তাদের অপমান করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের দিকে মিছিল করেন।
নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে তাদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।