ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১১:১৯ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১১:৩৮ এএম
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ব্যাপক পদোন্নতি হতে যাচ্ছে প্রশাসনে। নিয়মিত হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডার ২৪ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হচ্ছে। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদোন্নতিবঞ্চিত ছিলেন এমন কর্মকর্তা এবং অন্যান্য ২৫ ক্যাডার কর্মকর্তারও পদোন্নতি দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে পদোন্নতি যোগ্য কর্মকর্তাদের কর্মজীবনে অনুবেদন, প্রয়োজনীয় নম্বর, চাকরি জীবনের শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, গোয়েন্দা তথ্যসহ সামগ্রিক বিষয় এসএসবির সভায় পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে একাধিক সভা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসন ক্যাডার ২৪ ব্যাচের তিন শতাধিক কর্মকর্তা ও অন্য ২৫ ক্যাডারের দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি যোগ্য হিসেবে বিবেচনায় রয়েছেন। এ ছাড়াও বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে যুগ্ম সচিব পদোন্নতিবঞ্চিত ছিলেন এমন অর্ধশতাধিক কর্মকর্তাও তালিকায় রয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সকল প্রস্তুতি নিয়ে জোরেশোরে কাজ করছে। আগামী মাসের প্রথম সপ্তাহে পদোন্নতি চূড়ান্ত করতে আরও একটি সভা হতে পারে। যুগ্ম সচিব পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) ও অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি নিয়ে তাদের মন্ত্রণালয় জোরেশোরে কাজ করছে। এবারের পদোন্নতির বিবেচনায় প্রশাসন ক্যাডারের নিয়মিত ২৪ ব্যাচের পাশাপাশি অন্য ২৫ ক্যাডারের উপ সচিবদের পদোন্নতি দেওয়া হচ্ছে। গত ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়া কথা থাকলেও বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ দিকে যুগ্ম সচিব পদোন্নতিসংক্রান্ত আদেশ জারি হতে পারে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন। তাদের পদোন্নতির জন্য বিশেষভাবে বিবেচনায় আনা হচ্ছে। তবে যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং বিভাগীয় মামলা রয়েছে তারা পদোন্নতি পাবেন না। যারা যোগ্য তাদের পদোন্নতির জন্য এসএসবি বিচেনায় আনছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন। এ পদে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা রয়েছেন। তারপরও আরেক দফা যুগ্ম সচিব পদোন্নতি যোগ্যদের পদোন্নতি দিতে একাধিক বৈঠক করেছে এসএসবি। পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনায় আনা হচ্ছে। বিগত ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে এই ব্যাচের ৩৩৬ জন কর্মকর্তা চাকরিতে যোগদান করেছিলেন। তাদের নিয়োগ নিয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন। দলীয় তকমা লাগিয়ে কথা বলায় এই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত সেই ব্যাচের প্রায় তিনশতাধিক কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গুরুত্ব পেতে থাকে। সেই আলোকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের আমলনামা এমনকি ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক সকল বিষয় সম্পর্কেও গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে। সব মিলে পৌনে তিনশ’ বা তিনশ’ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে। পদোন্নতি বিধিমালা মতে, উপ সচিব পদে অন্যূন পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা উপসচিব পদে অন্যূন তিন বছর চাকরিসহ ক্যাডার পদে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।