প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় রাজনৈতিক সংলাপ চলছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় এই সংলাপ শুরু হয়। সেখানে যোগ দিয়েছেন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের শক্তির নেতারা।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ। জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া গণতন্ত্রমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য দলের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন।
সংলাপে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে এবং তা প্রকাশের দিন নির্ধারণ করা হবে। আলোচনা শুরুর আগে রাজনৈতিক নেতারা নিজ নিজ দলের পক্ষে নিজস্ব মতামত দেওয়ার কথা জানান।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।