জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম
প্রবা ফটো
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে প্রবেশ করেন তারা। বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে।
ফরেন সার্ভিস একাডেমিতে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা প্রবেশ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় এই বৈঠকের সভাপতিত্বে করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
এর আগে বিএনপির পক্ষ
থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা
করলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না বিএনপি।