× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তি ও দলের স্বার্থে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় হাসিনা : সাংবাদিক শহীদুল আলম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:১৮ পিএম

ব্যক্তি ও দলের স্বার্থে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় হাসিনা : সাংবাদিক শহীদুল আলম

তৎকালীন আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কারা নির্যাতিত পরিবারের সদস্যদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ড মামলায় পুনঃতদন্ত কমিশনের প্রজ্ঞাপনে (ঙ) নম্বর ধারা বাতিল ও সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত এবং চাকরিচ্যুতদের পুনঃবহালের দবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহিদুল আলম বলেন, নিপীড়ক সরকার তার ব্যক্তি ও দলের স্বার্থে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের ক্ষতি করে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার জন্যে এবং দেশের বলিষ্ঠ সেনাবাহিনী-বিডিআরকে দুর্বল করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

বিশিষ্ট এ সাংবাদিক বলেন, কারাগারে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে। অনেকের নাম আমি বলতে পারব। হবিগঞ্জের বিডিআর সদস্য রিয়াজ হোসেন চৌধুরী কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মামলার ৩১২ নম্বর আসামি। মেজর শফিকুল ইসলামের বডিগার্ড ছিলেন রিয়াজ। বিদ্রোহের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে শফিকুল ইসলামের স্ত্রী তাকে পালাতে সহযোগিতা করেন। যাতে তিনি নিরাপদে বের হতে পারেন। শুধু রিয়াজ না, তাদের মতো শত শত বিডিআর সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। এই সকল নিরীহ মানুষগুলো দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন।

তিনি বলেন, এ সকল নিরীহ মানুষগুলোকে তৎকালীন নিপীড়ক সরকার নিজের স্বার্থে আসামী বানিয়েছে।এখন যেভাবে চলছে সেটি যদি চলতে থাকে তাহলে  রক্ষা করতে পারব না। আমাদের দায়িত্ব রয়েছে এই সকল ভাই-বোনদের প্রতি, যারা আমাদের রক্ষায় জীবন ঝুঁকি নিয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, কারা এসেছিল, কারা এ হত্যায় জড়িত, সব আমাদের জানা রয়েছে। তারপরে আজকে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যখন আমরা স্বৈরাচারকে হঠিয়েছি, যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার সরকারকে পেয়েছি, তখন এই পরিস্থিতিতে মুশতাক আহমেদ মারা গেছেন। এতোগুলো মানুষকে যারা অত্যাচার করেছে। যে ভাই-বোনেরা নির্দোষ তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে এটা কী করে সহ্য করব।  বিচারক নিজেই বলেছেন মামলায় যে কথা বলা হয়েছে একটারও কোনো প্রমাণ নেই।

শহিদুল আলম বলেন, আমরা চাই সুবিচার। নতুন কমিশন প্রকৃত তদন্ত করে নির্দোষ যাদের এখনো জেলে রাখা হয়েছে তাদের প্রতি ন্যায়বিচার দিতে হবে।

এ সময় পিলখানা হত্যা মামলায় গঠিত কমিশনের প্রজ্ঞাপনের (ঙ) ধারা ধারা বাতিলের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো। এ ধারা থাকলে কমিশন কখনোই সঠিক ও সুষ্ঠু তদন্ত করতে পারবে না। যারা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে তাদরে প্রতি অন্যায় করা হবে। কারণ কারাগারে থাকা বিডিআর সদস্যরা নিরাপরাধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা