× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কের জেরে পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম

বিতর্কের জেরে পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ বাতিল করা হয়েছে যাদের তারা হলেন- অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। 

প্রজ্ঞাপনে বলা হয়, এই ছয় ব্যক্তি এখনো শপথ গ্রহণ করেননি। ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয় জনকে ২ জানুয়ারি নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন ছিলেন উল্লেখ করে সমালোচনা হয়। পরে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শপথ গ্রহণ স্থগিত চেয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি। পরে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করে সুপ্রিম কোর্ট। এখন এই ছয়জনকে বাদ দিয়ে চেয়ারম্যানসহ পিএসসির সংখ্যা দাঁড়াল ৯ জন।

এর আগে তাদের নিয়োগ বাতিলের দাবি তুলেন একদল শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের এক অংশ। এসময় তাদের নিয়োগ বাতিল না করলে আন্দোলনের হুমকি দেন তারা।

জানা গেছে, সদ্য বাতিল হওয়া পিএসসির সদস্য ডা. শাহিনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ডা. শাহিনা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বান্ধবী। অভিযোগ রয়েছে, ডা. শাহিনা পতিত আওয়ামী লীগ সরকারের নানা সুবিধা ভোগ করেছেন।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ ডিজিএফআইয়ের সাবেক ডিজি ছিলেন। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় আয়নাঘরে’ অনেকেই বন্দি ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ড. মো. মিজানুর বিসিএস ৮৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগের সময়ে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে পিএসসিতে আট সদস্য নিয়োগ দেয় সরকার। বর্তমানে পিএসপির চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানসহ নতুন সদস্য নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা