× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগে অবরোধ, যান চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ। ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ। ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে প্রায় ৬০০-৭০০ মানুষ এ বিক্ষোভে অংশ নেন।

অবরোধকারীরা স্লোগান দিয়ে এবং বক্তব্য দিয়ে বিচার দাবি করছেন। বক্তারা বলছেন, ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।’

অবরোধের ফলে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর জানান, ‘বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন।’

এর আগে বুধবার সকালে পিলখানায় বিডিআর বিদ্রোহে নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ভুক্তভোগীরা। বেলা সাড়ে ১২টার দিকে তারা পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

অবরোধকারীরা দাবি করছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধদের মুক্তি ও সুষ্ঠু তদন্ত ছাড়া তাদের আন্দোলন থামবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা