প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:৫৩ পিএম
ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিযুক্ত হয়েছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তিনি আগামী ১১ জানুয়ারি থেকে অ্যাড ইন্টারিম হিসেবে তার দায়িত্ব পালন শুরু করবেন।
চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বর্তমানে ওই পদে থাকা মেগান বোল্ডিন তার পূর্বের ডেপুটি চিফ অব মিশন দায়িত্বে ফিরে যাবেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন তার দীর্ঘ কূটনৈতিক জীবনে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পরিষেবার ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন, প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে কাজ করে। এছাড়া তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জনকারী জ্যাকবসন তার কর্মজীবনে সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুটি প্রেসিডেন্সিয়াল র্যাঙ্ক অ্যাওয়ার্ড, এবং দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজমসহ বহু সম্মাননা অর্জন করেছেন।