× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেওয়া চিঠির জবাব মেলেনি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ফটো

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে পাঠানো চিঠির এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

সম্প্রতি ভারতের নয়াদিল্লি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আপনারা যেমন পত্রিকায় দেখেছেন, আমিও তেমনি জানি। আমাদের কী করার আছে?

শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাইনি।’

এছাড়া গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ ভারতের কাছে চিঠি পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার অনুরোধ জানায়। ২০২৩ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এরপর থেকেই বাংলাদেশ সরকার তার দেশে ফেরার আহ্বান জানিয়ে আসছে।

আজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে। প্রতিবেদনটি অনুযায়ী, তিনি ভারতে থাকলেও যোগাযোগের বাইরে রয়েছেন এবং দেশজুড়ে বিক্ষোভের পরই তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

ভারত সরকারের পক্ষ থেকে এসব গুঞ্জন নাকচ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা