প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬ পিএম
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম (বামে) এবং সেক্রেটারি নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলামকে মনোনয়ন দেন।
এদিকে দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সকালেই সারা দেশ থেকে আসা সদস্যরা জড়ো হন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজিতে লিপ্ত। সম্মেলনে বক্তব্য দেন দেশি-বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ ছাড়া দেশের প্রখ্যাত আলেমরাও বক্তব্য দেন।