প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়।
প্রথমেই জুলাই আগস্ট অভুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশের উদ্বোধন করেন ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মিরপুরে শহীদ শাহরিয়ার হোসেনের বাবা আবুল হাসান।
তিনি বলেন, আমাদের শহীদ পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট অন্যরা বুঝবে না। আমাদের শহীদ পরিবারের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিলে শহীদদের আত্মা শান্তি পাবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের খুনিদের বিচার করুন। তা না হলে বিচারের দাবিতে আমরা রাস্তায় নামব। মুজিববাদ মুরদাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন।
এর আগে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় ছাত্র-জনতা।
বিকাল ৩টায় দেখা যায়, পরিবাগ থেকে জাতীয় পতাকা নিয়ে একটি মিছিল শহীদ মিনারের দিকে যাচ্ছে। এ সময় তারা ‘আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিবাদের আস্তানা গুড়িয়ে দাও গুড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘মুজিববাদ মুরদাবাদ, ইনকিলাব ইনকিলাব’, ‘উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস’, ‘গোলামী না আজাদী? আজাদী’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে কথা হয় বরিশাল থেকে আসা রফিকুল হকের সঙ্গে। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলাম। ৫ আগস্ট ঢাকায় এসেছিলাম, আজকে আবার আসলাম। আমরা নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়তে শুরু করেছি।
মৌলভীবাজার থেকে ৫২ জনের একটি দলে সদস্য মো. রিজু ও রায়হান রহমান শহীদ মিনারে এসেছেন। রায়হান রহমান বলেন, ২৪ এর আন্দোলনের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে ঢাকায় এসেছি। তিনি জানান, গতকাল রাত ১২ টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।