প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩২ পিএম
ছবি সংগৃহীত
রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে আদেশ অমান্য করায় ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (মৌলিক প্রশিক্ষণ-২) তানভীর সালেহীন ইমন এ নোটিশ জারি করেন।
ওই ২৫ এএসপিকে আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রশিক্ষণের সময় আদেশ অমান্য করে এলোমেলোভাবে হাঁটার অভিযোগ আনা হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়, গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচির বিকেলের অধিবেশনে কুচকাওয়াজ শুরু হওয়ার পর, কোম্পানির দায়িত্বে থাকা কমান্ড সহকারী উপপরিদর্শক কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে এএসপিদের নির্দেশনা দিচ্ছিলেন। কিন্তু কয়েকজন প্রশিক্ষণার্থী সঠিকভাবে দৌড়াননি এবং এলোমেলোভাবে হেঁটে যান।
এতে আরও বলা হয়, তাদের বারবার দৌড়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না শুনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। এটা অন্যান্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহিত করে। এ ধরনের কর্মকাণ্ড ও আচরণ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল।