× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ২১:২৭ পিএম

৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গার পর শনিবার (১৪ ডিসেম্বর) নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে যশোর জেলায়। তা ছাড়া গোপালগঞ্জ, পাবনা ও নওগাঁ জেলায় প্রায় মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নতুন করে যশোর জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এদিন সকালে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। পাবনায় ১০ দশমিক ২ ও নওগাঁয় ১০ দশমিক ৩ এবং গোপালগঞ্জে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল টাঙ্গাইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুষ্টিয়া জেলায়। 

চুয়াডাঙ্গা প্রতিবেদক জানান, কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার মানুষের জনজীবন। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। গত ২ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রি। এরপর সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। ১২ ডিসেম্বর ছিল ১০ দশমিক ২ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৯ দশমিক ৮ ডিগ্রি। 

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ জেলার শীতার্ত মানুষের জন্য জেলা পরিষদ থেকে ১৫ লাখ টাকার শীতবস্ত্র কেনার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র শিগগিরই আসবে। 

হিলি (দিনাজপুর) প্রতিবেদক জানান, তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমায় গত কয়েকদিন ধরেই বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন-আয়ের মানুষ। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। তা ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা