× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনে রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:১৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশাসনে রদবদল আনা হয়েছে। এর মধ্যে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর ওএসডি থাকা এক অতিরিক্ত সচিবকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে একজন সচিবকে ওএসডি করা হয়েছে। রাঙামাটি জেলায় নতুন ডিসি নিয়োগ এবং তিনজন উপসচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।জারি করা আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের একজন বঞ্চিত কর্মকর্তা। ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

অন্য এক আদেশে ওএসডি থাকা অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি হিসেবে পদায়ন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।

আলাদা আদেশে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে ওএসডি করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মো. সাজেদুর রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে মহাপরিচালক (ডিজি) হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ডিসি হিসেবে রাঙামাটি জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে রাঙামাটি জেলায় উপসচিব ইসরাত ফারজানাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সে নিয়োগ বাতিল করা হয়েছে।

ভিন্ন এক আদেশে ওএসডি থাকা উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সিভিল অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির পরিচালক গাজী তারিক সালমানকে পরিকল্পনা কমিশনে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সালাহ উদ্দিনকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা