× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িত সাংবাদিকদের আসামি করার ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী দুই সপ্তাহের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তাপস, শেখ সেলিম, নানকসহ তৎকালীন মিলিটারি অফিসার এবং জড়িত সাংবাদিকদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, সেদিনের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দুই মাসের মাথায় সংঘটিত হয় পিলখানা হত্যাকাণ্ড। প্রাণ যায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের। এরপর ১৫ বছর কেটে গেলেও হয়নি বিচার।

নিহত কর্মকর্তাদের স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডকে বিদ্রোহের নাম দিয়ে নানানভাবে ধামাচাপার চেষ্টা করেছেন তৎকালীন সরকার। হত্যাকাণ্ড নিয়ে হওয়া সব তদন্ত প্রতিবেদন জনগণের সামনে আনার দাবিও জানান তারা।

শিগগিরই পিলখানা হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবেন স্বজনহারা পরিবার। আসামি করা হবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের।

এ সময় পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা এবং ২৫ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণাসহ ৫ দাবি জানান শহীদ কর্ণেল মুজিব আহমেদের স্ত্রী নাহিদ ফেরদৌস।

দাবিগুলো হলো-

১. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হওয়া সকল তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হোক।

২. ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক।

৩.  ৫৭ জনকে শহীদের মর্যাদা দেয়া হোক এবং দেশে ও দেশের বাইরে এটি বাস্তবায়ন করা হোক।

৪. পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি উপযুক্ত সময়ে পাঠ্যবইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক।

৫. বিচার প্রক্রিয়া পরিচালনা করে দোষী ও নির্দোষ সকলকে ন্যায় বিচার দেয়া হোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা