প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম
‘উগ্র সংগঠন’ ইসকন নিষিদ্ধসহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার, সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির অপচেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলসমূহ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সমমনা ইসলামী দলসমূহের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সমমনা ইসলামী দলসমূহের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আব্দুর রব ইউসুফী লিখিত বক্তব্যে বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের এ বিষয়ে সতর্ক হতে হবে, যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেন। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে সন্ত্রাসী সংগঠন ইসকন ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। এটি একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন।
বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার ৯০ শতাংশ করে ইসকন সদস্যরা বলেও যোগ করেন তিনি।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা ছোয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে, চিন্ময় কৃষ্ণ দাশকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থি।
তিনি আরও বলেন, সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশে-বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশ্রাফ, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।