প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২২:১৮ পিএম
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। এ ছাড়া চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুরের বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি। বাংলাদেশে উগ্রপন্থিদের দ্বারা হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। তবে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে, যখন এসব ঘটনার অপরাধীরা অধরা রয়ে গেছে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ করছি। হিন্দু ও সব সংখ্যালঘুর সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করাসহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতীকী বিক্ষোভ মিছিলে অংশ নেন ৫০-এর বেশি বিজেপি বিধায়ক। এ সময় চিন্ময়ের মুক্তির দাবি জানান তারা।
পরে শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জামিন দিতে হবে, তা না হলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে পেট্রাপোল বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু আরও বলেন, বুধবার (আজ) বিকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অফিসে যাবেন বিজেপি বিধায়করা। এ ছাড়া কলকাতায় হিন্দু সন্ন্যাসীদের নিয়ে মিছিল করা হবে বলেও জানান তিনি।