প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৮ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০৩ পিএম
বাজারে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে। ৫০০ টাকা নিয়ে গেল দুমুঠো শাক ও অন্যান্য কিছু কিনলেই টাকা শেষ হয়ে যাচ্ছে। মানুষ বলছেন পণ্যের দাম কমছে না, অথচ এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) অনেক সুবিধা দিয়েছেন। ট্যাক্স কমিয়ে দিলেও নিত্যপণ্যের দাম কমছে না। এতে করে মানুষ অধৈর্য হয়ে গেছেন। আর এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে এমনভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে, ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। প্রধান উপদেষ্টাকে বলেছিÑবাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। চেষ্টা করছি বাজারে পণ্যের দাম কমানোর জন্য।
বুধবার (নভেম্বর ১৩) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ দিবস ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য- ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন’। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান, স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চলে গেলেও মানুষ মনে রাখবেন। কারণ আমরা ভালো কাজ করেছি। ভালো কাজের জন্য অনেকেই তাদের ধন্যবাদ দিচ্ছেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমাদেরকে অনেকেই ধন্যবাদ দেন। তারা বলেনÑট্যাক্সের অমুক কাজটি ভালো হয়েছে। বন্ডের ট্যাক্স তুলে দেওয়ায় মানুষ ভালো বলছেন। সঞ্চয়পত্রেও ভালো করা হয়েছে। এখন সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হচ্ছে। ভালো জিনিস যত তাড়াতাড়ি করা যায় ততোই মঙ্গল।
ভালো প্রতিষ্ঠানের বড্ড অভাব বলে আক্ষেপ করেন তিনি বলেন, বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই, সেখানে স্বচ্ছতার ও জবাবদিহিতার অভাব। প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলা হয়, দিকনির্দেশনা দেওয়া হয়।
দেশের উন্নয়ন প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, সার্বিকভাবে বাংলাদেশের সম্ভাবনা আছে। দেশের কৃষক মজুর ও পোশাক শ্রমিকের অবদানের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মানুষের সঙ্গে মিলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো। আমরা দায়িত্ব পালন করছি। আমরা শর্ট টার্ম সংস্কার করবো, লং টার্ম সংস্কার করবো না। লং টার্ম সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা চাইলেই সব কিছু পারি না, আমাদেরও কিছু বাধা আছে।