× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ অ্যাসোসিয়েশনে ফের নতুন কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ০০:৪৫ এএম

পুলিশ অ্যাসোসিয়েশনে ফের নতুন কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ আগস্ট পূর্বের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ভেঙে দিয়ে তিনমাসের মধ্যে শনিবার আবারও নতুন কমিটি গঠন করা হলো।

শনিবার (৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। 

নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

জানা গেছে, শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে কক্ষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনটি জানিয়েছে, নতুন কমিটিতে সাত সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রাজধানীর মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে সহ-সভাপতি, ডিবির পরিদর্শক ইমাউল হক ও কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে যুগ্ম সম্পাদক, র‍্যাব সদর দপ্তরের পরিদর্শক আশিকুর রহমান, গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মাহবুবুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মেহেদী হাসানকে উপদেষ্টামন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা