× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ নাফিজকে বহনকারী ‘রিকশা’ জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম

নূর মোহাম্মদের রিকশায় করে ঘটনাস্থল থেকে শহিদ গোলাম নাফিজকে নিয়ে যাওয়ার ভাইরাল ছবি। এ ছবি দেখে পরে নাফিজের লাশ খুঁজে পায় পরিবার। ছবি সংগৃহীত

নূর মোহাম্মদের রিকশায় করে ঘটনাস্থল থেকে শহিদ গোলাম নাফিজকে নিয়ে যাওয়ার ভাইরাল ছবি। এ ছবি দেখে পরে নাফিজের লাশ খুঁজে পায় পরিবার। ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবন পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা জানান।

উপদেষ্টা নাহিদ ঘটনার দিন গুলিবিদ্ধ নাফিজকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহসিকতার জন্য রিকশাচালক নূর মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংকটময় মুহূর্তে ভূমিকার জন্য নূর মোহাম্মদকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট বিকালে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

তিনি আরও বলেন, শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি আনা হয়েছে গণভবনের স্মৃতি যাদুঘরে। রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদের স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে।

সম্প্রতি রিকশাটি বিক্রি করে দিয়েছিলেন মালিক ও চালক নূর মোহাম্মদ। ঘটনাটি গণমাধ্যমে আসলে উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশা ও এর মালিককে খুঁজে বের করার জন্য তার অফিসকে নির্দেশ দেন।

নূর মোহাম্মদের ঘটনাবহুল রিকশাটি ৩৫ হাজার টাকায় কিনে নিয়েছিলেন লন্ডনে বসবাসরত বাংলাদেশি আহসানুল কবির সিদ্দিকী কায়সার। রিকশার গুরুত্ব সম্পর্কে অবহিত হলে এটি জাদুঘরে দান করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার জাদুঘর কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা