× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহফুজের হিযবুত তাহরীর সদস্য হওয়ার বিষয়টি গুজব, জানাল প্রেস উইং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১১:৪৮ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীর সদস্য হিসেবে দাবি করে দেওয়া ফেসবুক পোস্টগুলো গুজব। তিনি হিযবুত তাহরীর বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য নন বলে নিশ্চিত করেছে প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

সোমবার (৪ নভেম্বর) ফেসবুক পোস্টে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মাহফুজ আলমকে নিয়ে নানা গল্প ঘুরছে সমাজমাধ্যমে। কেউ কেউ তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য বলেও ফেসবুকে পোস্ট করছেন।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করে দেওয়া ফেসবুক পোস্টগুলো গুজব। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি উল্লেখ করে প্রেস উইং আরও জানায়, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রবিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহফুজ আলম। তিনিও সম্প্রতি একটি পোস্টে বলেছেন যে, কখনোই তিনি হিযবুত তাহরীর বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা