× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করার আগে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন ভালোভাবে যাচাই-বাছাই করা হবে। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হবে।’

শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘হারমোনিজিং রিফোর্ম অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফর এ প্রস্পারাস বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় যায়নি, দায়িত্ব নিয়েছে। আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নই; আমরা দায়বদ্ধ গণহত্যায় শহীদদের প্রতি। আমাদের হাতে সময় খুবই কম। কম সময়ে কতটুকু কাজ করতে পারব? রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছে। আমিও আমার শিক্ষকতা পেশায় ফিরে যেতে চাই। যেই অল্প কয়দিন আছি, এই অল্প সময়ে দুর্নীতি ব্যবস্থা ভেঙে দিতে চাই।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন করতে এ সরকার কাজ করছে। বিশাল ঋণের বোঝা রেখে গেছে এ সরকারের ওপর। যা অন্তর্বর্তী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দুর্নীতির যে অবকাঠামো ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছি। দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে সংস্কার করব।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সরকার একটা আমানত। তাই জনগণের টাকা যখন খরচ করবেন তখন তাদের কথা মাথায় রাখতে হবে। সরকার যে একটা আমানত সে কথা তারা (আওয়ামী লীগ) ভুলে গিয়েছিল তাই মানুষ বিক্ষুব্ধ হয়েছিল। তবে আমরা কতটুকু সংস্কার করতে পারব জানি না।’

তিনি বলেন, ‘এই সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী। আমাদের একটি কঠিন পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিতে হয়েছে। কোষাগারে টাকা নাই, বৈদেশিক মুদ্রা নাই। আমাদের সংস্কারের কথা বলছেন কিন্তু সময় বেশি নাই। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যেমন আমার আগের যে পেশা শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম সেখানে ফিরে যেতে চাই। এই অল্প সময়ের মধ্যে কি করা যায়!’

অনুষ্ঠানে বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব স্বাগত বক্তব্য দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক রিচার্স প্ল্যাটফর্মের (ইআরপি) ডিরেক্টর ড. এ কে এম আতিকুর রহমান। এছাড়া যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন নিলোরমী, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক প্রেসিডেন্ট ড. আকতার মাহমুদ, সেন্টার ফর পলিলি ডায়ালগের (সিপিডি) রিচার্স ডিরেক্টর ড. খন্দকর গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ মেহেদী এইচ ইমন বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা