প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫৫ পিএম
আওয়মী লীগ নেতা মো. মন্টু মিয়া। প্রবা ফটো
বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় আওয়মী লীগ নেতা মো. মন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১টার দিকে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিন্টু বংশাল ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে ছাত্র-জনতার সঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল ইয়াছিন। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইয়াছিন গুরুতর আহত হয়। আহত ইয়াছিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপপুলিশ কমিশনার বলেন, এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ইয়াছিনের মাতা সাহিদা বেগম বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মন্টু মিয়াকে বংশাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।