প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:১৬ পিএম
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এলজিআরডি ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। প্রবা ফটো
সরকারের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৪ বছর হওয়া উচিৎ। পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছর হওয়া উচিৎ বলে মন্তব্য করেন এলজিআরডি ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি উপদেষ্টা বলেন, পৃথিবীর বড় রাষ্ট্র আমেরিকা সরকারের মেয়াদ ৪ বছর রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে হলেও হতে পারে। নির্বাচন সংস্কার কমিশন হয়তো ভাবতে পারে।
গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।