প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:০১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:১৪ পিএম
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। এসব এলাকায় ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া ঘূর্ণিঝড় দানা মধ্যরাতে ভারতের নাগাদপুরী ও সাগর দ্বীপের মাঝখান দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দানার প্রভাবে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা, বরিশাল বিভাগের বরগুনা, ঝালকাঠী, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এবং চট্টগ্রাম বিভাগের লহ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল ও অদূরবর্তী দ্বীপ অঞ্চলে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে আবহাওয়ার ১০ম বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দানা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭০, কক্সবাজার থেকে ৫৩৫ মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
মো. বজলুল রশিদ বলেন, আজ রাত ৯টা থেকে ভারতে দানার আঘাত শুরু হতে পারে।
এদিকে দানার প্রভাবে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পরবর্তীতে দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
দানা কোথায় কোথায় আঘাত হানতে পারে তার সম্ভাব্য জানিয়েছে ভারতের মৌসম ভবন। তাতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আছড়ে পড়ার সময় এর গতি হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।