× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:২৩ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ফটো

‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের দাবি উঠলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার থেকে বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপারমাত্র। কিন্তু গতকাল বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক পর্যায় থেকে রাজনৈতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতে এবং রাষ্ট্রপতিকে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য আজ বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

রাষ্ট্রপতিকে নিয়ে সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো ‘সিদ্ধান্ত হয়নি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে।’

প্রসঙ্গত, একটি রাজনৈতিক ম্যাগাজিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের ব্যাপারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজের দপ্তরে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন যে, রাষ্ট্রপতি ‘অসত্য’ বক্তব্য দিয়ে ‘শপথ ভঙ্গ’ করেছেন। এ অবস্থায় সংবিধান অনুযায়ী তাকে অপসারণের বিষয়ে ভাবা যায়। এরপর সেদিনই এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতির বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে অন্তর্বর্তী সরকার একমত।’ ওইদিন দুপুর ২টা ৩০ মিনিটে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকও করেছিলেন।

গতকাল প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং তাতে সরকারের একমত পোষণের পর সরকার কী পদক্ষেপ নিতে চলেছে। এর জবাবে প্রেস সচিব বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

এ সময় সাংবাদিকরা আবারও জিজ্ঞেস করেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এই তো?’ উত্তরে প্রেস সচিব বলেন, ‘হ্যাঁ’।

বঙ্গভবন এলাকাসহ সারা দেশে চলমান বিক্ষোভ ও বিক্ষোভকারীদের আলটিমেটাম সম্পর্কে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করছে তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যায় সেটার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়িয়েছি।’ 

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিতর্ক প্রধান উপদেষ্টার দপ্তর কীভাবে দেখছেÑ এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘আইন উপদেষ্টা সরকারের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা বলেছি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেটার সঙ্গে আমরা একমত।’ উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির থাকা না-থাকা রাজনৈতিক সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মনে করছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না-থাকার বিষয়টি এখন আর আইনি বা সাংবিধানিক পর্যায়ে আবদ্ধ নেই, এটি এখন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে পরিণত হয়েছে এবং ‘রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে’ এ ব্যাপারে সিদ্ধান্তে আসা যেতে পারে।

গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন নাÑএ প্রশ্নটি এ মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময় বিদ্যমান রাষ্ট্রপতি রেখেই সরকার গঠন করেছিলাম। যদি মনে হয় এ সেটআপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে, অথবা এ সেটআপে জনগণ অসন্তুষ্ট; তাহলে এ বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন করব।’ 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আলোচনা চলছে জানিয়ে নাহিদ বলেন, ‘বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে। এটা রাজনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তবে এ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলায়। এটি এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি।’

সবাইকে ‘শান্ত ও ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান রাখছি, এ মুহূর্তে আমরা সচেতন থাকি এবং শান্ত থাকি। সুবিধাভোগী গোষ্ঠী বা দেশি-বিদেশি নানা ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র চলছে; এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, যাতে তারা সুবিধা নিতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গভবন বা অন্য কোথাও আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা