× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত হানতে পারে আজ রাতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ০০:৫০ এএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ০০:৫৪ এএম

ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত হানতে পারে আজ রাতে

বঙ্গোপসাগরে অবস্থানরত ‘দানা’ মাঝারি মানের ঘূর্ণিঝড় আকারে আজ রাতে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল তথা খুলনা, সাতক্ষীরা, সুন্দরবনসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো খবরে জানা গেছে, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দানা বাংলাদেশে আঘাত হানবে না। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দানা মাঝারি মানের ঘূর্ণিঝড় আকারে ভারতে আঘাত হানবে। এতে জলোচ্ছ্বাস কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। এর প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে বাতাস ও বৃষ্টিতে কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি

গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় জেলাসমূহের জেলা প্রশাসকদের সঙ্গে প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকরা।

৮ বিভাগে বৃষ্টির আভাস

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তা ছাড়া আগামীকাল শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা