প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:৫১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৬:১৪ পিএম
ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল পুনরায় মূল্যায়নের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রথমে তাদের অনুরোধ করা হয় বাইরে যেতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যায়। পরে একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে এসব শিক্ষার্থীদের।
এর আগে বেলা ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শতাধিক শিক্ষার্থী৷ পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এর আগে এসব এসব শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷
এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানায় সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷
একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।