প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৯:১৩ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৯:৪১ পিএম
পরিবেশ সুরক্ষার স্বার্থে সেন্টমার্টিনে পর্যটক সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।
তিনি বলেন, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন। তবে এ দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন।
এ ছাড়া ফেব্রুয়ারিতে পর্যটকরা দেশের একমাত্র এ প্রবাল দ্বীপে যেতে পারবেন না। এ সময় দ্বীপটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানান উপপ্রেস সচিব।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্বীপ এবং এর পরিবেশ রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নে তিনি বলেন, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত এ সময়ে পর্যটকদের চাপ অনেক বেশি থাকে সেজন্য এ চার মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটকদের ভিড় লাগামহীনভাবে বাড়তে থাকায় সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে কক্সবাজার জেলার অন্তর্গত এ দ্বীপটি।
সাম্প্রতিক বছরগুলোয় দ্বীপটির পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলেও মনে করেন পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
এসব কারণে দ্বীপটির প্রবাল, শৈবাল, সামুদ্রিক কাছিম, লাল কাঁকড়া, শামুক, ঝিনুকসহ নানা জলজ প্রাণী এবং জীববৈচিত্র্য এখন বিলুপ্ত হবার পথে।