প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:২৩ পিএম
রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নবগঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খানকে। এ ছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বিশিষ্ট কলামিস্ট কামাল আহমেদ, শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব লিবর স্টাডিজের সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান করা হয়েছে শিরিন পারভীন হককে।
এ ছাড়া শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে ভবিষ্যতে কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা।