প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২২:৫০ পিএম
অবৈধ অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছে ১৭৪ জন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে ৪৭ একটি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থানাগুলোতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়।
এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। ওই সময়ের মধ্যে জমা না দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।