× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করলেন হাসনাত, সারজিসের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৪৬ পিএম

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

নানা নাটকীয়তার পরে এবার সত্যি সত্যি বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। তবে পাত্রী কে বা তার বাসা কোথায় সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের অনুষ্ঠানে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাসনাত আবদুল্লাহর অনুরোধে সবাই বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

অন্যদিকে বিয়ের বিষয়টি হাসনাত আবদুল্লাহ নিজেই তার পরিচিত ব্যক্তিদের ইনবক্সে জানিয়েছেন।

সেখানে তিনি বলেন, গতকাল শুক্রবার পারিবারিকভাবে ছোট পরিসরে আমার বিয়ে হয়েছে।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এই নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্যান্য সমন্বয়ক ও সহসমন্বয়করা। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

ওই পোস্টে হাসনাত লেখেন, শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজ ছেলের সুন্নাতে খতনা।

এমন পোস্টের রহস্য তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও পরে জানা যায়, বিয়ের পিঁড়িতে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে শনিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সারজিস আলম।

ফেসবুকে হাসনাতকে ট্যাগ করে সারজিস লেখেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। এর মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছ। দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।’

এদিকে একাধিক সহসমন্বয়ক জানান, হাসনাত ভাই গতকাল বিয়ে করেছেন এটা নিশ্চিত। তবে আমরা কেউই ভাবির পরিচয় জানি না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা