প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:০৩ পিএম
মো. ফাহিমুল ইসলাম। ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ফাহিমুলকে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।