× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টার সঙ্গে বাম জোটের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিতর্কিত করায় গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২০:৫৪ পিএম

মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিতর্কিত করায় গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে নির্বাচিত সরকার ছাড়া সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা যাবে না বলেও জানানো হয়েছে জোটের পক্ষ থেকে। বলা হয়েছে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিতর্কিত করে গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে জোটের নেতারা এসব কথা বলেন। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান।

বৈঠক শেষে বামজোটের পক্ষে বলা হয়, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। দুঃশাসনের ফলে নিপীড়িত মানুষের বিপুল আশা, এখন ব্যবস্থা পরিবর্তনের পথে বাংলাদেশ অগ্রসর হবে। ফলে মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে যেতে হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা জনগণের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। স্বল্প মজুরি, বকেয়া মজুরি, বন্ধ কারখানা নিয়ে অনিশ্চয়তা- শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জন্ম দিয়েছিল। আমাদের আশঙ্কা, মালিকপক্ষের চুক্তি না মানার প্রবণতাসহ সমস্যার যথাযথ সমাধান না হলে আবার সংকট তৈরি হতে পারে। মজুরি সংক্রান্ত বিষয়ে শ্রমিক পক্ষের মতামত নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। শ্রমিকদের ওপর নিপীড়নমূলক পদক্ষেপ আমাদের কাম্য নয়। শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আহতদের কোন অঙ্গহানি হলে তার জন্য আলাদা ক্ষতিপূরণ বরাদ্দ করতে হবে। 

এ সময় আরও বলা হয়, সমতল ও পাহাড়ের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ দেশে উদ্বেগ ও বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। বাউলদের ওপর আক্রমণ, মাজারে হামলা- দেশের ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করার সামিল। এক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তির অশুভ তৎপরতা জনগণকে উদ্বিগ্ন করছে। আসছে দুর্গাপূজাকে কেন্দ্র করেও তাদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের উৎসব যাতে শান্তি ও স্বস্তির সাথে পালিত হতে পারে সে জন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে নাগরিকদের যুক্ত করার উদ্যোগ গ্রহণ করুন। একটি সম্প্রীতির আবহাওয়া গড়ে তুলতে পদক্ষেপ নিন।

ছয় সংস্কার কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই কমিশনগুলোর কার্যপরিধি এবং রোডম্যাপ সম্পর্কে জানা থাকলে দেশবাসী আশ্বস্ত হবে। কমিশনের প্রধানদের নিয়ে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন প্রধান নিয়ে বিতর্ক এবং সন্দেহ অনভিপ্রেত। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সংবিধান যতটুকু সংশোধন দরকার, ততটুকু সংশোধন করার উদ্যোগটাই যথার্থ হবে বলে আমরা মনে করি।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন উল্লেখ করে বলা হয়, একটি নির্বাচিত সরকার ছাড়া সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। তাই নির্বাচনব্যবস্থা সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা প্রয়োজন। দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দরকার। পাঠ্যক্রম সংশোধন কমিটি নিয়ে যে ধরনের ঘটনা ঘটলো তা কোনভাবেই কাম্য নয়। ইতিহাসের শিক্ষা এই যে, সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিলে দেশের জনগণের মধ্যে সংহতি বিনষ্ট হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্পূর্ণ তালিকা প্রকাশ, তাদের পুনর্বাসনের ব্যাপারে অগ্রগতি দৃশ্যমান নয় উল্লেখ করে বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা দরকার ও অগ্রগতি সম্পর্কে জাতিকে অবহিত করা দরকার। বেশকিছু ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে- এটা মত প্রকাশের অধিকারের ওপর আক্রমণ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বিতর্কিত করা, ধর্মীয় আবেগকে ব্যবহার করে গোষ্ঠীর স্বার্থে সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ প্রদান করার মাধ্যমেও গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এসব ব্যাপারে আরও গ্রহণযোগ্য পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা