× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৩:১৪ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৫ পিএম

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ছবি: সংগৃহীত

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবিতে থাকবে না আয়নাঘর। থাকবে না কোনো ভাতের হোটেল। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসার স্থল।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবিকে জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘এই কার্যালয়ে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না। ডিবিকে মানুষের আস্থা আর ভালোবাসার স্থানে বসাতে চাই। তাই ডিবি পুলিশকে পুনর্গঠন করে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি।’

সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করা হবে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কাউকে আটক করলে তার আত্মীয়স্বজনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের কেউ অপেশাদার কাজে লিপ্ত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।’

মামলা ও অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মামলাগুলো হয়েছে, সেগুলোর এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ডিবি প্রধান বলেন, ‘দুর্গাপূজায় নিছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। ডিবির টিম সাদা পোশাকে বিভিন্ন পূজামণ্ডপগুলোতে থাকবে।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা