প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলের সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে।
বুধবার (২ অক্টোবর) ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
অভিযোগে বলা হয়েছে, গণহত্যার সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত পূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক।
এ ছাড়া, গেল ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী শহরিয়ার খান আনাস হত্যায়, শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগটি দায়ের করেছে। এনিয়ে ট্রাইব্যুনালে মোট ৪৫টি অভিযোগ দায়ের হলো।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আন্দোলন চলাকালে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয় কারফিউ জারির। এরপরই গুলি করে হত্যাকাণ্ড শুরু হয়।
এদিকে, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই পুনর্গঠিত হবে ট্রাইব্যুনাল। এ সময় হতাহতদের পরিবারকে থানায় মামলা না করে ন্যায়বিচার পেতে ট্রাইব্যুনালে মামলা দায়েরের অনুরোধ করেন তিনি।
ববি হাজ্জাজের উপস্থিতিতে এ সংক্রান্ত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।