প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৮:২৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৯:০৮ পিএম
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে একেএম মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
গত ৩০ সেপ্টেম্বর অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। তবে নিয়োগের ৪৮ ঘণ্টার মাথায় তাকে ওএসডি করা হলো।