ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫ পিএম
মোস্তাফিজুর রহমান ফিজার।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার তার মরদেহ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তার নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৩ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ী উপজেলার জামগ্রামে জন্মগ্রহণ করেন ফিজার। ৮ বার একটানা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এই নেতা। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথম দিনাজপুর-৫ থেকে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও তিনি এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে নবম সংসদে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দশম সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।