ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৪ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৬ এএম
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন
বিষয়ে আলোচনা করেন তারা।
বৃহস্পতিবার
(২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা
সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা
ও ব্লিঙ্কেন দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।
এ সময় অ্যান্টনি
ব্লিঙ্কেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা,
রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন
বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের জনগণের একটি গুরুত্বপূর্ণ সময়ে ড. ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিঙ্কেন তাকে সাধুবাদ জানান।