প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:২১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব ও যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডারবহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি যাচাই করে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্যের কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ), অতিরিক্ত সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ), অতিরিক্ত সচিব (বিধি), যুগ্মসচিব (সচিবালায় ও কল্যাণ অধিশাখা), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্মসচিব, অর্থ বিভাগের যুগ্মসচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ঊর্ধ্বতন নিয়োগ) কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটি বিসিএস (প্রশাসন) এবং বিসিএস (সচিবালয়) ক্যাডার একত্রীভূতকরণ প্রসঙ্গে ১৯৯২ সালের ২৯ মার্চ গঠিত কমিটির সুপারিশমালা ও ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) একীভূতকরণ আদেশ, ১৯৯২' পর্যালোচনা করবে।
এসআরও নম্বর ৩৩৫, আইন/২০১৮-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনোমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮’ পর্যালোচনা করবে।
এ ছাড়া এ কমিটি বিধি মোতাবেক শুরু থেকে সবশেষ জারি করা জিও অনুসারে পদ সৃজন এবং সংরক্ষণের আদেশ পরীক্ষানিরীক্ষা করবে। এ কমিটিকে বিদ্যমান বিধিবিধানের আলোকে ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ/আনুপাতিক হার নির্ধারণসহ পদোন্নতি প্রদানসংক্রান্ত সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য সুপারিশও (যদি থাকে) করতে পারবে এ কমিটি।
এদিকে আন্তঃমন্ত্রণালয় কল্যাণ সমিতি ফোরাম দাবি করেছে, সচিবালয় ক্যাডার অবিলম্বে পুনরুজ্জীবিত করতে হবে, সহকারী সচিবের ৬৭১টি পদের এক-তৃতীয়াংশ পদ ফিডার পদধারীদের জন্য ২২৪টি পদ অবিলম্বে সংরক্ষণ করতে হবে, সহকারী সচিবের সংরক্ষণযোগ্য ২২৪টি পদের ২৫% অর্থাৎ ৫৬টি সিনিয়র সহকারী সচিবের পদ সংরক্ষণ করতে হবে, বিদ্যমান উপসচিবের নিয়মিত ১ হাজার ৭৫০টি পদের ১০ শতাংশ অর্থাৎ ১৭৫টি পদের এক-তৃতীয়াংশ ক্যাডারবহির্ভূতদের জন্য সংরক্ষণ করতে হবে, যুগ্মসচিবের বিদ্যমান ৫০২টি পদের প্রাপ্যতা অনুযায়ী আনুপাতিক হারে ৯১টি পদের এক-তৃতীয়াংশ ক্যাডারবহির্ভূতদের জন্য অবিলম্বে সংরক্ষণ করতে হবে, সহকারী সচিবের স্থলে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদসৃজন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে, ভবিষ্যতে নতুন সৃজিত পদের বিপরীতে ক্যাডার কম্পোজিশন রুল অনুযায়ী ফিডার পদধারীদের আনুপাতিক হারে পদ সংরক্ষণ করতে হবে। ফিডার পদে প্রয়োজনীয় শর্ত পূরণ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতি প্রদান করতে হবে।