× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাসভাড়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম

শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাসভাড়ার ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাসভাড়ার ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে সাত দিন কার্যকরের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

শিক্ষার্থীদের হাফ ভাড়া মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এটি কার্যকর থাকবে। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

সাইফুল আলম বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালের স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে সাত দিনই বাস ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিতে হবে। সমিতি সম্প্রতি এক সভায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচদিন (শুক্রবার-শনিবার ব্যতীত) বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনও বলবৎ আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা