প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম
সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুন। ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর থেকে হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করেন। ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। নিপুণ বর্তমানে শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।