প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫২ পিএম
সব সরকারি কর্মচারীকে প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে এ বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘তাদেরকে আমরা একটি টাইমলাইন দেব, ন্যূনতম সময়। তারা একটি ফরমেট রেডি করবে।’
তিনি বলেন, ‘আগামী সাত দিনের ভেতর কমিটি ফরমেশনের রিপোর্ট বা ফর্মটা কি হবে, সেটা দেবে। ফর্মটা বাংলায় করে দেব। সাত দিনের মধ্যে না হলে আরও সাত দিন সময় দেওয়া হবে। টাইমলাইন বলা থাকবে কবে জমা দেবে। প্রতি বছর বলে দেব হয়তো পহেলা জানুয়ারি অথবা পহেলা জুলাই।’
মো. মোখলেস উর রহমান বলেন, ‘সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভিটি না বললে পজিটিভি জিনিস আসবে না। জমা না দিলেও যা, তা যদি হয়, তাহলে আমি জমা দেব কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দেব তখন বলে দেব।’