প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮ এএম
বন্যার পানি নামছে, অন্যদিকে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। কুমিল্লার বুড়িচং থেকে তোলা। প্রবা ফটো
বন্যার পানি নামছে, অন্যদিকে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। ফসলের পাশাপাশি পোলট্রি খামার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের চার জেলায় ৪ হাজার পোলট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ন্যূনতম ৫৬৭ দশমিক ৫ কোটি টাকা। মৌলভীবাজার জেলায় ৩৯ হাজার ৪৮২ হেক্টর জমিতে রোপা আমনক্ষেত তলিয়ে গেছে। বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। নতুন পাঁচ শিশুর মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৫৯ বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নেতৃবৃন্দ বন্যাকবলিত চারটি জেলায় সফর ও খামারিদের সঙ্গে মতবিনিময় করে পোলট্রি শিল্পের ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছেন। গতকাল শনিবার বিপিএর সভাপতি মো. সুমন হাওলাদারের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ চার জেলায় খামারির সংখ্যা প্রায় ৯ হাজার। এসবের মধ্যে বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ৪ হাজার প্রান্তিক পোলট্রি খামারি। মুরগি ও ডিমের বাজারে স্বস্তি রাখতে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া খামারিদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বন্যায় ২৩টি জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার আর্থিক মূল্য ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। গতকাল শনিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক কার্যক্রম সমন্বয় ও মনিটরিং-বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।
এদিকে নোয়াখালীর সব উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলা শহরে এখনও হাঁটুপানি। ডুবে আছে জেলার গুরুত্বপূর্ণ সড়ক। ফলে ভোগান্তিতে পড়েছে পানিবন্দি মানুষ। মূলত খাল-নালা দখলের কারণে পানিপ্রবাহের পথ বন্ধ থাকায় নামছে না বন্যার পানি। এ ছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেও দায়ী করছে বাসিন্দারা।
মৌলভীবাজার প্রতিবেদক জানান, বন্যায় মৌলভীবাজারে কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। শেষ হয়ে গেছে বন্যাকবলিত এলাকায় প্রান্তিক কৃষকদের স্বপ্ন। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, এবারের ভয়াবহ বন্যায় জেলার ৩৯ হাজার ৪৮২ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। আর ৩৪৩ একর বীজতলা এবং ২৭৭ একর জমির সবজি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি গত বৃহস্পতিবার বিকাল থেকে নামতে শুরু করেছে। এ সময় বিভিন্ন স্থানে পানির নিচে থাকা সড়ক, বাসাবাড়ির ধ্বংসস্তূপ ভেসে উঠছে।
ত্রাণ বিতরণ
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ভোলায় টানা বৃষ্টিতে ভাসমান কর্মহীন অসহায় ও দুস্থ বেদেদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নৌবাহিনীর সদস্যরা। ভোলার বাসস্ট্যান্ড-সংলগ্ন হ্যালি প্যাড এলাকায় গতকাল শনিবার দুপুরের দিকে অর্ধশতাধিক ভাসমান ওইসব বেদে পরিবারে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে চাল, চিনি, চিড়া ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
ভোলা নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন (এনডি) এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক ও নৌবাহিনীর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশন’।
সংগঠনটি তিন দিনে প্রায় সাড়ে সাত লাখ টাকার ফান্ড সংগ্রহ করে গত বৃহস্পতিবার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে প্রায় ১০০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করেছে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারে বিএনপির পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গতকাল দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন ফেনী-১ আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
লক্ষ্মীপুরে সাপে কেটেছে ১১২ জনকে
বন্যায় সাপের উৎপাত বেড়েছে। লক্ষ্মীপুরে গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জনকে সাপে কেটেছে। এর মধ্যে সদর হাসপাতালে ৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বন্যায় বিস্তীর্ণ এলাকায় পানি থাকায় গর্তে থাকা সাপ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এসব সাপের কাপড়ে ১১২ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৮০ জন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, রামগঞ্জে ১৪, কমলনগরে ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নওগাঁয় উন্মুক্ত কনসার্ট
বন্যার্তদের সহায়তার জন্য গত শুক্রবার বিকালে নওগাঁ জেলা সদর উপজেলার মুক্তির মোড়, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্টের আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা। কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশগ্রহণ করেছেন নওগাঁ জেলাসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।
ত্রাণ দিয়ে ফেরার পথে মৃত্যু
কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা। জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে গত শুক্রবার রাতে লালমাই উপজেলার কাপাসতলায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছে।
নিহত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের উপসহকারী ভূমি কর্মকর্তা।