× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তের পাহাড়ে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২১:৪৩ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২২:৫৬ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না (বামে) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহটির ছবি (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না (বামে) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহটির ছবি (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। বাংলাদেশের সিলেট সীমান্ত হয়ে পাহাড় পাড়ি দিয়ে ভারতের শিলংয়ে যাওয়ার পথে হার্ট এ্যাটাকে তিনি মারা যান বলে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক শনিবার (২৪ আগস্ট) রাতে প্রতিদিনের বাংলোদেশকে নিশ্চিত করেছেন। পান্না মারা গেছেন শনিবার ভোর রাতে। পাহাড়ের পাদদেশে তার মরদেহ পড়ে থাকার একটি ছবিও শনিবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। এই ছবিটিকেও পান্নার ছবি বলে আওয়ামী লীগের ওই সাংগঠনিক সম্পাদক উল্লেখ করেন।  

একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা ইসহাক আলী খান পান্না সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালান। এর আগে তিনি সিলেটে তার এক প্রবাসী ব্যবসায়ী বন্ধুর বাসায় ছিলেন। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটক করে মারা গেছেন। 

প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে লন্ডনে বসবাসরত ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘পান্না আমার বাসায় ছিলেন না। আমি শুনেছি তিনি (পান্না) বিচারপতি সামসুদ্দীন চৌধুরী মানিকের সঙ্গেই সীমান্ত পাড়ি দিতে যাচ্ছিলেন। মানিক ধরা পড়লেও পান্না পালাতে সক্ষম হয়েছিলেন।’

ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে ২০১৬ সালের ২৪ এপ্রিল মারা যান। আইরিন সরকারের উপ-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পান্না আর বিয়ে করেননি। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামের এক ছেলে রয়েছে। 

১৯৯৪ সালে সরাসরি ভোটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ছাত্র রাজনীতি শেষ করার পর রাজনীতিতে খুব বেশি আলোচনায় থাকতে দেখা যায়নি তাকে। ২০১২ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটিতে স্থান না পেলেও দলটির কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন। পরবর্তীতে বিভিন্ন উপকমিটির সদস্য ছিলেন। সর্বশেষ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং  বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারমান ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো তিনিও আত্মগোপনে চলে যান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা