× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপাতত নতুন সাধারণ আনসার নিয়োগ দেবে না সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৮:৩৮ পিএম

আপাতত নতুন সাধারণ আনসার নিয়োগ দেবে না সরকার

আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। এছাড়া সাধারণ আনসারদের উত্থাপিত দাবি-দাওয়া সরকার পর্যালোচনা করছে। এ প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যদের স্ব স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তি এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেটি বাতিল করে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত নতুন কোনো সাধারণ আনসার নিয়োগ দেওয়া হবে না।

এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। এই কমিটি সাধারণ আনসারদের দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করবে এবং ৭ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।

একই সঙ্গে সরকার আশা প্রকাশ করেছে যে, এ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।

আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী এবং এ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কোনো কাজ করা উচিৎ হবে না উল্লেখ করে সকল সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, মুষ্টিমেয় উসকানিদাতা কিছু ব্যক্তি এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা