প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২৩:২৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১০:৫২ এএম
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি : সংগৃহীত
ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটকের কথা জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে।
এর আগে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জকিগঞ্জ সীমান্তে শুক্রবার রাতে একজন ব্যক্তি আটক হয়েছেন।
আটকের পর সাবেক বিচারপতি মানিকের একটি ভিডিও আসে প্রতিদিনের বাংলাদেশর হাতে। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে জঙ্গলের মধ্যে কলাপাতার ওপর শুয়ে থাকতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, ‘এই পয়সা আমি দেব...। ওই ফালতু লোক দুইটারে আইনো না। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি, বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?’