প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ০০:৩৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১০:৫৫ এএম
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ আগস্ট) আরও অন্তত ৫টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার আশুলিয়ায় ১টি, নারায়ণগঞ্জে ২টি, নরসিংদীতে ১টি ও বগুড়ায় ১টি। এ নিয়ে ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৬টি মামলা হলো। এর মধ্যে ৩৮টি হত্যা, ৩টি গণহত্যা, একটি অপহরণ ও ৪টি গুলি করার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবারের মামলাগুলোতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিকী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, নরসিংদী সদরের সাংসদ লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হারুন আর রশীদ, বিপ্লব কুমার ও বেনজীর আহমেদকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি করা হয়েছে, সাংবাদিক নাইমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ফারজানা রুপাসহ অনেককে।
আশুলিয়া হকার শাওন হত্যা
আশুলিয়া থানাধীন এলাকায় ফুটপাথে ভ্যানে করে কাপড় বিক্রেতা মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতের মামলাটির আবেদন করেন অ্যাভভোকেট হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার মামলার বাদী হান্নান ভূঁইয়া নিজেই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তায় ওপর গুলি করে হত্যা করা হয়।
আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জে দুই হত্যা মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক হত্যা ও সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কিশোর হুসাইন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে জেলার ৭টি থানায় ৮টি মামলা করা হয়েছে। গত বুধবার রাতে নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার এবং নিহত কিশোর হুসাইনের বাবা মানিক মিয়া মামলা দুটি করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা উল্লেখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী, দেবর জাহাঙ্গীর, ইয়াসিন, ভাশুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। এরই জেরে পরে ওই দিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে ২৭ নম্বর আসামি আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র ২০ নম্বর থেকে ৪৫ নম্বর আসামিরা তার স্বামী, ভাশুর দেবরদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
সিদ্ধিরগঞ্জের মামলায় নিহত হুসাইনের বাবা মানিক মিয়া উল্লেখ করেন, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা মারাত্মক আঘাত ও মারধর আরম্ভ করেন। তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচবাংলা ব্যাংকের সামনে বিকালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন।
নরসিংদীতে আজিজুল হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরণসহ পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নরসিংদী আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকার আজিজুল মিয়ার বাবা আলমাছ মিয়া শেখ হাসিনাসহ ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ৪০০-৫০০ জনের বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিষয়টি আমলে নিয়ে সদর থানায় মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।
নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বগুড়ায় বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা মামলা
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম সুজা নামে বিএনপির স্থানীয় এক নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিকীসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক মামলার আরজি এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও তিনটি মামলা করা হয়। ওই তিনটি মামলার মধ্যে দুটি হত্যা এবং অপর একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত ১০ মামলা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ স্থানীয় কাউন্সিলরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আরও অন্তত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেটে একটি মামলা করা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর সেনপাড়ার বাসিন্দা জুবেল আহমদ স্বপন। খুলনা জেলার-জেল সুপারসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। সাতক্ষীরার দেবহাটার জামায়াত নেতা আনারুল ইসলামকে হত্যার দায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকসহ ৫৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২০ জনের বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়েছে। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করায় বরগুনার সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, মারধর ও চুরির অভিযোগে তিনটি মামলা করা হয়েছে।