প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৫:৪৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৬:১৮ পিএম
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অফিস শুরু করেছেন৷ রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি অফিসে যান।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন নতুন ৪ উপদেষ্টার দপ্তরও বণ্টন করা হয়।
উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।