প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৪:১৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৬:৫২ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো
ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব গ্রহণের পর রবিবার (১৮ আগস্ট) সকালে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয়। সেখানে প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন।
ড. ইউনূস বিদেশিদের বলেন, এখন ক্লোজ টু নরমালসি এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রায়োরিটি।
বিদায়ি শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলোও তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। প্রফেসর ইউনূস বলেন, বিগত নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে প্রায় ধংস করে দিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম আর দুর্নীতি সর্বত্র। সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। যারা এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীকে এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগরিকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি।